নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ মার্চ৷৷ স্বামীর হাতে অত্যাচারের শিকার হয়ে শান্তিরবাজার থানার দারস্তহয় এক গৃহবধু৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকার এক মেয়ের সাথে গত ৬ বছর আগে বিশালগড় এলাকার বাসিন্দা সুহল আলমের বিবাহ হয়৷
বিয়ের ৬ মাস পর থেকে গৃহবধূর উপর আক্রমন করে স্বামী ও পরিবারের লোকজন এমনটাই অভিযোগ৷ গৃহবধূর অভিযোগ উনার স্বামীর অন্যএকজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে৷ তাই উনার স্বামী প্রতিনিয়ত গৃহবধূকে ডাইভোর্স দেওয়ারজন্য আক্রমন করে বলে অভিযোগ৷ এইনিয়ে গত কিছুদিন আগে গৃহবধূর উপর প্রচন্ড আঘাত করে উনার স্বামী সুহল আলম৷ পরবর্তী সময় গৃহবধূ আক্রান্ত হবার খবরপেয়ে পরিবারের লোকজ গৃহবধূকে নিজ বাড়ীতে নিয়েআসে৷
গৃহবধূর অভিযোগ উনাকে প্রতিনিয়ত উনার স্বামীর পাশাপাশি উনার ভাসুর আলঙ্গীর হোসেন ও গৃহবধূর শাশুরী প্রতিনিয়ত উনার উপর আক্রমন করবলে অভিযোগ৷ এই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা গৃহবধূর পরিবারের পক্ষথেকে আজ শান্তির বাজার থানায় তিনজনের নামে এক লিখিত মামলা দায়ের করাহয়৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও দোষীর শাস্তিপ্রদানে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

