নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বা বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত পিটিশনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে দেশের বিভিন্ন হাইকোর্টে দাখিল হওয়া পিটিশনের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে গত ফেব্রুয়ারি মাসে দায়ের আমাজন প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স সহ দেশের অনন্য ওটিটি প্ল্যাটফর্মের তরফে আবেদন করা হয়েছিল কেন্দ্রের বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিশ নিয়ে। এই সকল পিটিশনগুলিকে একত্রিত করে ট্রানফারের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্র, ইলেকট্রনিক্স এবং টেকনোলজি মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রক। এই মুহূর্তে সরকারের তরফে মোট ৪০ টি ওটিটি প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে যারা দেশে ভিডিয়ো কনটেন্ট স্ট্রিম করে থাকে। সমস্ত আবেদনগুলিকে কেন্দ্রীভূত করবার কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে মঙ্গলবার পিটিশনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

