নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ মার্চ৷৷ ইন্টারনেটের মাধ্যমে পরিচয় হওয়া বহিঃ রাজ্যের এক নাবালক নাগরের হাত ধরে পালিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করলো তেলিয়ামুড়া থানার পুলিশ৷ প্রায় তিন মাস পর নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল তেলিয়ামুড়া থানা পুলিশ৷ সোমবার এই সংবাদ জানিয়েছেন তেলিয়ামুড়া থানার এস.আই জয়ন্ত হালদার৷
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯শে জানুয়ারি তেলিয়ামুড়া থানাধীন মোহড়ছড়া এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ নাবালিকার নিখোঁজের অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানা নড়েচড়ে বসে৷ থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়৷ পুলিশ তদন্ত শুরু করতে গিয়ে একটি মোবাইল নাম্বার উদ্ধার করে৷ উদ্ধার করা মোবাইল নাম্বারটি মধ্যপ্রদেশের ভোজপুর এলাকার৷ এই সূত্র ধরে এক যুবকের নাম বেরিয়ে আসে৷ উক্ত যুবক ও নাবালক এবং বাড়ি মধ্যপ্রদেশের ভোজপুরে৷ নিখোঁজ নাবালিকার সন্ধান মধ্যপ্রদেশে পাওয়া গেছে৷
এই সূত্র ধরে তেলিয়ামুড়া থানা থেকে তিন জনের একটি দল মধ্যপ্রদেশের ছুটে যায়৷ সেখানে স্থানীয় পুলিশের সহযোগিতায় নিখোঁজ নাবালিকা এবং এক নাবালককে উদ্ধার করা হয়৷ জানা যায়, নাবালক নাবালিকা ২ জনে একটি বাড়ি ভাড়া করে থাকতো৷ তেলিয়ামুড়া থানা পুলিশ নিখোঁজ নাবালিকাকে মধ্য প্রদেশ থেকে ত্রিপরা রাজ্যে অর্থাৎ তেলিয়ামুড়া নিয়ে আসে৷ সোমবার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করে৷ পুলিশ জানিয়েছে দুই নাবালক নাবালিকা প্রথমে মোবাইলে টিক-টক নামক একটি অ্যাপসের মাধ্যমে পরিচিতি হয়৷ পরবর্তী সময়ে যোগাযোগ গভীর হয়৷ শেষ পর্যন্ত জানুয়ারি মাসের ২৯ তারিখ নাবালিকা মেয়েটি মধ্যপ্রদেশ পালিয়ে যায়৷ প্রায় তিন মাস পর নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

