নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ মার্চ৷৷ স্বামী সিরাজুল ইসলাম, শ্বশুর মফিজুল ইসলাম, দেবর তাজুল ইসলাম এবং শাশুরির অত্যাচারে সোনালি বেগম নামে এক গৃহবধূ গায়ে আগুন ধরিয়ে দেয়৷ গতকাল রাএ ৮ টায় মারা যায় জি বি হাসপাতালে৷ মৃতার শ্বশুরবাড়ি বক্সনগর আশাবাড়ি এলাকার দুপুরিয়াবান্দ এলাকায়৷
সোনালির বিয়ে হয় ৫ বছর পূর্বে সিরাজুলের সাথে৷ তার দুটি ছেলে সন্তান আছে একটি ৪ বছর ও অন্যটি ২ বছর৷ মেয়ের বাবা দুলাল মিয়ার দাবি স্বামী সহ ছেলের বাড়ির সবার উপযুক্ত শাস্তি৷ সোনালীর দাদু জানান আমার নাতনিকে তার শশুর শাশুড়ী ও দেবর মিলে আগুন লাগায়৷ মেয়েটা জানায় গত ৩ দিন ধরে তার কোন খাওয়া দাওয়া নেই৷ ঝগরা ৩ দিন ধরে চলে শশুর বাড়িতে৷ কিন্তু সোনালি শশুর বাড়ির কোন কিছু তার মা বাবার কাছে আজ পর্যন্ত বলেনি৷