করোনার সংক্রমণ বাড়ছে,আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত ডিজিসিএ-র

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স) : করোনার সংক্রমণ ক্রমেই ভারতে বেড়ে চলেছে এমত অবস্থায় এবার আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক  উড়ান বাতিল করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কার্গো বিমান এর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয় বলেও সংস্থার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যদি সংস্থার পক্ষ থেকে কোনো বিশেষ ভাবে অনুমতি দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য থাকবে না।


দেশে ক্রমশ করুনা পরিস্থিতি বাড়ায় আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে সম্প্রতি এই নিয়ম জারি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে এক নির্দেশনায় বলা হয়েছে যাত্রীরা ব্যতিক্রমী পরিস্থিতি বাদে লাখের নিচে তাদের মাস্ক হতে পারবে না। বিমানবন্দরগুলোতে ও মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের নিশ্চিত করতে হবে যে প্রত্যেক যাত্রী কোভিদ-১৯ বিধি মেনে চলছেন।


প্রসঙ্গত গত বছর করোনা সংক্রমণ এড়াতে ২৩ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক বিমান বাতিল করেছিল কেন্দ্র। তারপর থেকে একাধিকবার বিমান বাতিলের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে গত বছর জুলাই মাস থেকে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বিমান চলাচল শুরু হয়। ভারত ২০টি দেশের সঙ্গে এই ব্যাবস্থা চালু করে। তার মধ্যে ছিল ব্রিটেন ও আমেরিকা। এর অধীনে বিশেষ বিমান তাদের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে চলাচল করতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *