নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কিছু দিন বাকি। আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ, ইতিমধ্যেই বেশ কয়েক দফার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোটগ্রহণের জন্য ১৩ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী :
পঞ্চম দফা
কালিম্পঙ বিধানসভা আসনের প্রার্থী সুভা প্রধান।
দার্জিলিংয়ে নীরজ তামাং জিম্বা।
কার্শিয়াংয়ে বিষ্ণু প্রসাদ শর্মা।
ষষ্ঠ দফা
করণদিঘিতে প্রার্থী করা হয়েছে সুভাষ সিংহকে।
ইটাহারে অমিত কুমার কুন্ডু।
বাগদা (এসসি) সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী হলেন বিশ্বজিৎ দাস।
বনগাঁ উত্তর (এসসি) আসনের প্রার্থী অশোক কৃতোনিয়া।
গাইঘাটা (এসসি) সুব্রত ঠাকুর।
সপ্তম দফা
বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী।
রাসবিহারীতে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা।
অষ্টম দফা
বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সুব্রত মৈত্রকে।
চৌরঙ্গীর প্রার্থী দেবব্রত মাঝি।
কাশিপুর-বেলগাছিয়ার প্রার্থী শিবাজী সিংহ রায়।