নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৭তম জাতীয় পুরস্কার ঘোষিত হল। এদিন ওই অনুষ্ঠানে ২০১৯ সালে জাতীয় পুরস্কার প্রাপকদের সম্মান জ্ঞাপন করা হয়।
২০২০ সালের মে মাসে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে এই অনুষ্ঠান পিছিয়ে যায়। এদিন সুশান্ত সিং রাজপুত অভিনীত “ছিছরে” শীর্ষক হিন্দি সিনেমা । ঐতিহাসিক ঝাঁসি রানী জীবনী আধারিত হিন্দি ছবি “মণিকর্ণিকা” অভিনয়ের জন্য কঙ্গনা রানাওয়াতকে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার দেওয়া হয়। সর্বশ্রেষ্ঠ হিন্দি ছবি হিসেবে “ছিছরে” নির্বাচিত হয়। এছাড়া মনোজ বাজপেয়ী, তামিল অভিনেতা ধনুশকে তাদের অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়।