নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দক্ষিণ কইয়াঢেপা সুকলের শিক্ষিকার বিরুদ্ধে কুৎসা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করল ছাত্রছাত্রীরা৷ বিশালগড় মহকুমার কমলাসাগরের দক্ষিণ কইয়াডেপা হাইসুকলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শিক্ষিকার সঙ্গে খারাপ আচরণ করার পরিপ্রেক্ষিতে শিক্ষিকা পুনম চৌহান ছাত্রকে বেত্রাঘাত করেছিল৷
কিন্তু পরবর্তী সময়ে সেই ছাত্রের বাড়ির পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে৷শুধু তাই নয়, শিক্ষিকাকে বারবার হুমকি দিচ্ছে বিদ্যালয় এ না আসার জন্য৷ পরবর্তী সময়ে সেই ঘটনার মিটমাট হয়৷ তারপরও শিক্ষিকাকে বারবার হুমকি দিচ্ছে এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে ওই ছাত্রের আত্মীয়-স্বজন৷ যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষিকার সুনাম নষ্ট হচ্ছে৷
পাশাপাশি বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে৷ যারা শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য বিদ্যালয়ের মূলফটকে তালা জুলিয়ে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা৷ পরবর্তী সময়ে পরিচালন কমিটির সদস্যরা এসে ছাত্র-ছাত্রী সাথে কথা বলেন এবং তালা খুলে দেওয়া হয়৷যারা অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা৷