খোয়াইয়ে ড্রাগস সহ আটক নেশা ব্যপারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ খোয়াই রামচন্দ্র ঘাটে লিটন নমঃশূদ্র নামে এক যুবককে ড্রাগস সহ আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী৷ নেশাকারবারিদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷


নেশার কবলে পড়ে ধবংস হচ্ছে যুব সমাজ৷রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়নি সরকার৷ রাজ্য সরকারের সেই ঘোষণাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারির তাদের বাণিজ্য নতুন নতুন কৌশলে চালিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷


রাজ্য প্রশাসন রাজ্য কেন্দ্র করার জন্য প্রতিদিন প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ জনগণও এ বিষয়ে যথেষ্ট সতর্ক করেছেন৷ খোয়াই এর রামচন্দ্র ঘাটে স্থানীয় জনগন এক নেশা কারবারিকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ আটক নেশা কারবারির নাম লিটন নমঃশূদ্র৷ সন্দেহজনকভাবে স্থানীয় জনগণ তাকে আটক করে তল্লাশি চালান৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ তখন উত্তেজিত হয়ে স্থানীয় জনগণ তাকে উত্তম মধ্যম দেন৷ তাতে সে আহত হয়৷ তাকে আটকে রেখে খোয়াই থানার পুলিশকে খবর দেয়া হয়৷পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *