ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): আমেরিকায় অনেকটাই কমল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫,৯০৮ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৯২ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,৪৮২,১২৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭৯২ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৮৭১ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (শনিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৯০৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭৯২ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৪৮২,১২৭-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,৬৮৩,৬১৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭২ লক্ষ ৪৩ হাজার ৬৩৯ জন।