করোনা-সংক্রমণ ৪৪ হাজার ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ১৯৭ জনের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): ভারতে আরও বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৪৩,৮৪৬-তে পৌঁছে গিয়েছে। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ১৯৭। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৩.০৯-লক্ষের (২.৬৬) গণ্ডি ছাড়িয়ে গেল। শনিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৪৬ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২২,৯৫৬ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১১,৩০,২৮৮ জন করোনা-রোগী (৯৫.৯৬ শতাংশ)।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৩৮৪৬ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৫,৯৯,১৩০-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৯৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৯,৭৫৫ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ০৯ হাজার ০৮৭ জন (২.৬৬ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ২০,৬৯৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪ কোটি ৪৬ লক্ষ ০৩ হাজার ৮৪১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২৫,৪০,৪৪৯ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *