নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ মার্চ৷৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদযাপনকে সামনে রেখে বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মৈত্রী ফুটবল ম্যাচ৷ বিএসএফ ও বিজিবি এর মধ্যে হয় এই ম্যাচ৷ ১৮ই মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ৷ ভারত- বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুটের বার্তা দিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-বিজিবি’র মৈত্রী ফুটবল ম্যাচ হয়৷ এই ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে গত সাতদিন ধরে মাঠের প্রস্তুতি এবং খেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য বিএসএফের প্রস্তুতির ঘাটতি ছিল না৷
মাঠের চারদিক দর্শক বসার জন্য আগে থেকেই এই মিনি স্টেডিয়ামে বসার জায়গা অর্থাৎ গ্যালারি কে আরো সুন্দর করে তুলতে বিএসএফ থেকে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে৷ বিলোনিয়া বিকে আই স্টেডিয়ামে মৈত্রী ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিএসএফের পক্ষ থেকে বিকেআই স্টেডিয়ামে আয়োজিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷ বিএসএফ এর ডিজি ,বাংলাদেশ বিজিবি’’র রিজনাল কমান্ডেন্ট , বিএসএফ ও বিজেবি উচ্চপদস্থ আধিকারিকরা, বিভিন্ন স্তরের পদস্থ অফিসারগন উপস্থিত ছিলেন৷
বিলোনিয়া মুহুরি ঘাট সীমান্ত চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সকালেই বিজিবির খেলোয়ার সহ বাংলাদেশের ৭৫ জনের টিম এপারে এসে খেলায় উপস্থিত হয়৷ উভয় দেশের ফুটবল খেলোয়াড় দের সাথে দুই দেশের পদস্থ আধিকারিকেরা পরিচিতি হবার পরই দুই দেশের জাতীয় সংগীতের সুর বেজে উঠে৷ এরপর শান্তি ও মৈত্রীর বার্তা দিয়ে পায়রা ও বেলুন ওড়ানো হয়৷ শুরু হয় বিএসএফ ও বিজিবি এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ৷ উত্তেজনা পূর্ণ এই ম্যাচ কোন দলই গোল করতে পারেননি৷উভয় দলই কয়েকটি গোল করার সুযোগ পেলেও তা গোলবারের লক্ষ ভ্রষ্ট হয়ে যায়৷মৈত্রী ফুটবল ম্যাচ ছিল উত্তেজনা কিন্তু ৫০ মিনিটেখেলা৷খেলা শেষে উভয় দেশের পক্ষ থেকে ফুটবল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি৷ এর পর বিএসএফের ডিজি রাকেশ আস্তানা ও বাংলাদেশের বিজিবি রিওজোনাল কমাডেন্ট নরোজ এসান দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুটের বার্তা দিয়ে আলোচনা রাখেন৷
এই দিনের আয়োজিত মৈত্রী ফুটবল ম্যাচ এ এছাড়া ছিলেন বিএসএফের এডিজি পঙ্কজ কুমার সিং , আইজি ফ্রন্ট ইয়ার লাইন সুশান্ত কুমার নাথ , দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ বিভিন্ন পদস্থ আধিকারিকেরা৷