নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ধলাই জেলার কমলপুরের দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজে অসহায় উপজাতিদের পাট্টা প্রাপ্ত জমি শাসকদলের লোকজনরা জবর দখল করছে বলে তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযোগকারীদের বাড়ি ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷
দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের বাসিন্দা সুপর্ণা দেববর্মা, কার্তিক কন্যা দেববর্মা ও মুঙকরই দেববর্মার পাট্টা পাওয়া জমি সহ বেশ কয়েক কানি টিলা জমি বন্দুক উঁচিয়ে জবর দখলের সংবাদ প্রকাশিত হওয়ায় পর বুধবার সকাল দশটা নাগাদ দুরাই শ্যামরাই ছড়া তাদের বাড়িতে গিয়ে দলবল নিয়ে প্রানে মারার হুমকি দিল দুষৃকতকারী সুবিনয় দেববর্মা ও অনুপ কুমার দেববর্মারা৷ ঘটনার পর মহিলারা বাধ্য হয়ে বুধবার কমলপুর থানায় সুবিনয় দেববর্মা ও অনুপ কুমার দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ জমি জবরদখল ও হুমকির ফলে দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজে আতঙ্ক বিরাজ করছে৷
সুবিনয় দেববর্মা ও অনুপ কুমার দেববর্মা বিগত বামফ্রন্ট আমলে সিপিআইএম দলের লোক হিসেবে পরিচিত ছিল৷ ঐসময় অনেক নিরীহ মানুষের উপর জোর খাটিয়ে পাট্টা পাওয়া জমি দখল করেছিল৷ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জামা পাল্টিয়ে বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়ার অভিনয় করে ওই ভিলেজে বিজেপি দলের জায়গা করে নেয়৷ বর্তমানে এরা বিজেপি দলের তকমা লাগিয়ে এডিসি ভিলেজের নিরীহ গরীব মানুষের উপর হুমকি ভয়-ভীতি দেখিয়ে জমি দখলে মত্ত হয়েছে৷ তাদের কাজ পাট্টা পাওয়া জমি দখল করা৷ বাসিন্দা সুপর্ণা দেববর্মা কার্তিক কন্যা দেববর্মা ও মুঙকুরই দেববর্মা জমি ফেরত পাওয়ার জন্য ও নিরাপত্তার জন্য বুধবার কমলপুর থানায় সুবিনয় দেববর্মা ও অনুপ কুমার দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ অভিযুক্তরা শাসক দলের অনুগামী রায় পুলিশ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে৷

