চিন্তা বাড়াচ্ছে ব্রাজিলের করোনা-পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ২,৭৩৬ জনের

রিও ডি জেনেইরো, ১৮ মার্চ (হি.স.): ব্রাজিলের করোনা-পরিস্থিতি প্রতিদিনই চিন্তা বাড়াচ্ছে। দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড গড়ল ব্রাজিল। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ২ হাজার ৭৩৬ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০,৮৩০ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৮৫ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার) ব্রাজিলে নতুন করে ২ হাজার ৭৩৬ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ১৩৬-তে পৌঁছেছে।
সংক্রমিত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৯০,৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,৭০০,৪৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,২৮৭,০৫৭ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১২৮,২৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *