যৌথ বাহিনীর অভিযানে দুই লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার

আগরতলা, ১৬ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরা পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে বেআইনি কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিওপি এলাকায় ৬৪০ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে যৌথ বাহিনী৷ তবে, বেআইনি কফ সিরাপ মজুতদার পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷


এনসিসি এসডিপিও প্রিয়ামাধুরী মজুমদার জানান, এয়ারপোর্ট থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা পশ্চিম নারায়ণপুর এলাকার দুটি বাড়িতে সোমবার গভীর রাতে তল্লাশি চালান৷ তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল বেশ কিছু পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও কিছু পাওয়া যায়নি৷ মঙ্গলবার ভোরে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ ও বিএসএফ জওয়ানরা তাদের আটক করার চেষ্টা করেন৷ তখন তারা পালিয়ে যায়৷


তাদেরকে আটক করা না গেলেও এলাকায় তল্লাশি চালিয়ে চারটি কার্টুন থেকে ৬৪০ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে, জানান তিনি৷ যার বাজারমূল্য ২ লক্ষ টাকা, বলেন এসডিপিও প্রিয়ামাধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *