টেকরই চৌমুহনীতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় এর টেকরই চৌমুহনীতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর৷ তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনিভাবে ফার্মেসি খোলে ওষুধ বিক্রি এবং ডাক্তার সেজে চিকিৎসা করার ঘটনা অব্যাহত রয়েছে৷ একাংশের অতি মুনাফালোভী লোকজন এই চক্রে জড়িত৷


ভুয়া ডাক্তার সেজে গর্ভপাত করানো সহ নানা অপকর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে তারা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় এর টেকরই চৌমুহনীতে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাওয়া তাকে ফার্মেসি বন্ধ করে দিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ সংবাদ সূত্রে জানা যায়, গোবর্ধন আচার্জী নামে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ফার্মেসি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন৷ তিনি এলাকায় স্বপন ডাক্তার হিসেবে পরিচিত৷ তিনি ফার্মেসির পেছনেই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন৷ অভিযোগ তিনি সেখানে অঘোষিত ভাবে গর্ভপাত করানোর কাজ করে থাকেন৷


সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবাশীষ দাস সোমবার রাতে তার চেম্বারে হানা দেন৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই ব্যক্তির কাছ থেকে ফার্মেসি চালানোর প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান৷ কিন্তু তিনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি৷ সে কারণেই তার ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়৷এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস জানান, গোবর্ধন আচার্জী ওরফে স্বপন ডাক্তার কে মঙ্গলবার বেলা একটার মধ্যে অফিসে এসে দেখা করার জন্য বলা হয়েছিল৷


কিন্তু তিনি এসে দেখা করেননি৷ পরবর্তী সময়ে বিষয়টি পশ্চিম জেলার জেলা শাসকের নজরে আনা হয়৷ অবৈধভাবে ব্যবসা করার দায়ে তার বিরুদ্ধে ক্লিনিক্যাল অ্যাক্ট এ মামলা দায়ের করা হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ অপর এক প্রশ্ণের উত্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, তার চেম্বারে খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে৷গর্ভপাত করানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি সেখানে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক৷

তিনি আরো জানান রাজ্যসরকার রাজ্যের প্রতিটি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনে পয়সায় চিকিৎসার সুযোগ রয়েছে৷ এ ধরনের ভুয়া ডাক্তারদের কাছে না গিয়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *