বন্দুক উঁচিয়ে মহিলার জমি জবর দখল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ধলাই জেলার কমলপুর মহকুমার দুরাই শ্যামবাড়ী এডিসি ভিলেজের স্বামীহারা অসহায় এক উপজাতি মহিলার জমি জবর দখল করেছে স্থানীয় কতিপয় দুষৃকতিকারী৷ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছে না অসহায় মহিলা৷স্বামীহারা অসহায় মহিলার পাট্টা পাওয়া জমি সহ বেশ কিছু পরিমাণ জমি বন্দুক দেখিয়ে জবর দখল করেছে এলাকারই দুষৃকতকারীরা৷


থানার দুয়ারে বার বার নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ করলেও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি৷ মুঙকরই দেববর্মার (৫৭) পরিবার৷ ঘটনা কমলপুর থানার দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজে৷দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের বাসিন্দা মুঙকুরই দেববর্মা৷ স্বামী মৃত রসি কুমার দেববর্মা৷ এই অসহায় মহিলা ২০১৬ ইং সালে তৎকালীন সরকার থেকে জমির পাট্টা পায়৷ এই জমির উপর নির্ভর করে চলছিল অসহায় মহিলা মুঙকরই দেববর্মার পরিবার৷ কয়েক বছর যেতে না যেতেই ভিলেজের সুবিনয় দেববর্মা, অনুপ কুমার দেববর্মা সহ বেশ কয়েকজন ওই মহিলার পাট্টা পাওয়া জমি সহ আরো কয়েক কানি টিলা জমি দখল করে নেয়৷ কিছু টিলার জমির নিচে সুবিনয় দেববর্মা,অনুপ কুমার দেববর্মা সহ আরো কয়েকজন ফিশারি বাঁধ তৈরি করে ফেলেছে৷

অসহায় মহিলা ও তার আত্মীয়-স্বজন বাধা দিতে গেলে তাদেরকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ৷ এব্যাপারে অসহায় মহিলা কমলপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পরও থানা বাবুরা কুলুপ এঁটে বসে আছে বলে অভিযোগ জানায় অসহায় মহিলা৷ অসহায় মহিলা ও তার আত্মীয়-স্বজন অভিযোগ জানান, টিলা জমির পাত্তা পাওয়া সরকারি কাগজপত্র রয়েছে৷ জমিতে ফসল ফলাতে গেলে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়৷ জবর দখলকারীরা এই জমির মালিক বলে দাবি করছে৷


অসহায় মহিলা জমির মালিক হওয়া সত্ত্বেও ভিলেজে গিয়ে কোনো বিচার পায়নি৷ অভিযোগ সুবিনয় দেববর্মা, অনুপ কুমার দেববর্মা বাম আমলে সিপিএম এর সাথে যুক্ত ছিল৷ বর্তমানে জমি দখলের পর তারা শাসকদলের হয়ে কাজ করছে৷ যার ফলে বিচার পাচ্ছো না বলে অভিযোগ৷ স্বামীহারা অসহায় মহিলা মুঙকরই দেববর্মা জমি ফিরে পাওয়ার আশায় শাসক দলের নেতাদের দ্বারে দ্বারে গিয়ে এখন পর্যন্ত কোনো সুফল পায়নি৷ এ অভিযোগ করেন মহিলা ও তার আত্মীয় স্বজনরা৷ অসহায় ওই মহিলা স্থানীয় এডিসি ভিলেজ এবং থানায় ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে৷