নির্বাচনের প্রাক্কালে অসমের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান, ব্যাপক পরিমাণে অবৈধ মদ ও টাকা বাজেয়াপ্ত

গুয়াহাটি, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের আগে সমাজবিরোধীদের দৌরাত্ম্য রুখতে বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক অভিযান চালিয়ে স্ট্যাটিক সাৰ্ভিলেন্স টিম, ফ্লায়িং স্কোয়াড এবং ভিডিও সাৰ্ভিলেন্স টিম প্রচুর পরিমাণের অবৈধ মদ ও নগদ টাকা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া জেলায় স্ট্যাটিক সাৰ্ভিলেন্স টিম এবং ফ্লাইং স্কোয়াডের সক্রিয় ভূমিকায় ২০১৬ সালের তুলনায় এ বছর উদ্ধারকৃত অবৈধ টাকা ও মদের পরিমাণ প্রায় ৫.৫ গুণ বেশি।

গোলাঘাট জেলায় বিধানসভা নির্বাচনের আগে অবৈধ টাকার লেনদেন ও অবৈধ মদের অবাধ ব্যবসা ইত্যাদি অনৈতিক কাজকর্ম রোধ করার উদ্দেশ্যে ৯৫ গোলাঘাট এবং ৯৬ নম্বর খুমটাই বিধানসভা নির্বাচন কেন্দ্র এলাকায় স্ট্যাটিক সাৰ্ভিলেন্স টিম এবং ফ্লাইং স্কোয়াডের  সক্রিয় ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন সচেতন নগরিকরা। এই দুই বিধানসভা এলাকায় নিয়োজিত স্ট্যাটিক সার্ভিলেন্স টিন, ফ্লাইং স্কোয়াড এবং ভিডিও সার্ভিলেন্স টিম বিশেষ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই দলটি গত ২৪ ঘণ্টায় তালাশি অভিযান চালানোর ফলে আদর্শ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা কম হবে বলে ধারণা করা হচ্ছে।

আদর্শ আচরণ বিধি বলবৎ হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ৯৫ গোলাঘাট সমষ্টি এবং ৯৬ খুমটাই সমষ্টি থেকে ২১,৬৮,২৫৫ টাকা মূল্যের অবৈধ মদ এবং ১১,৮৫,৭০৫ অবৈধ টাকা উদ্ধার করতে স্ট্যাটিক সার্ভিলেন্স টিন, ফ্লাইং স্কোয়াড এবং ভিডিও সার্ভিলেন্স টিম সক্ষম হয়েছে।

এ প্রসঙ্গে আদর্শ আচরণবিধি সেলের দাষ়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক কুলদীপ হাজরিকা জানিয়েছেন, বিগত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এ বছর অর্থাৎ ২০২১ সালের নির্বাচনে অবৈধ মদ ও কালোটাকার ব্যবহার প্রায় ৫.৫ গুণ বেশি। তিনি আরও জানিয়েছেন, এই দুই নির্বাচন কেন্দ্রের বিভিন্ন স্থানে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং ভিডিও সার্ভিলেন্স টিম অধিক সক্রিয়। তার ফলেই এই বৃহৎ পরিমাণের অবৈধ কালো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন।

উল্লেখ্য, নির্বাচনে অবৈধ টাকার লেনদেন ও প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের ওপর নজর রাখার জন্য নির্বাচনি আচরণবিধি বলবৎ করা হয়। এই সময় যে-কোনও ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া ৫০ হাজারের বেশি নগদ টাকার লেনদেনের ক্ষেত্রে নির্বাচন আয়োগ নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিয়ম অনুসারে কারও কাছে  টাকার বৈধ কাগজপত্র না থাকলে সেই টাকাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এদিকে বঙাইগাও জেলার গোবিন্দপুরে ফ্লাইং স্কোয়াডের অভিযানে বৃহৎ পরিমাণে কালো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে ফ্লাইং স্কোয়াড।

উল্লেখ্য, গোয়ালপাড়া জেলার গোবিন্দপুরের আতোয়ার রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ফ্লাইং স্কোয়াডের দলটি ১ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে। এএস ০১ ইএন ৬৯৬৭ নম্বরের  স্করপিও থেকে উদ্ধার হয় এই বৃহৎ পরিমাণের কালো টাকা। বৈঠামারির নিকটবর্তী তালগুড়িতে ফ্লাইং স্কোয়াডের দল আতোয়ার রহমানের কাছ থেকে উদ্ধার করে বৃহৎ পরিমাণের কালো টাকাগুলি। রহমান জানান, কয়লার পেমেন্ট-এর জন্যই টাকাগুলি নিয়ে আসা হয়েছিল। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে গুয়াহাটির গড়চুক এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে স্কোয়াড। দুই ব্যক্তির কাছ থেকে এই বৃহৎ পরিমাণের নগদ টাকা উদ্ধার করা হয়। গড়চুকের (আহোমগাঁও) বাসিন্দা মুকুল বরার থেকে থেকে ৩০ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। আর একই তল্লাশিতে উপেন বর্মণ (নলবাড়ি) থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। নির্বাচনের নিয়ম লঙ্ঘন করে এই টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *