নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ মানসিক ভারসাম্যহীন মেয়েকে শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরের মনুভ্যালী গ্রাম পঞ্চায়েতের ইডলি এলাকার তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷মানসিক ভারসাম্যহীন এক যুবতীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরনে জানা যায় যে, কৈলাসহরের মনুভ্যালী গ্রাম পঞ্চায়েতের ইডলি এলাকার দিনমজুর বাবার একমাত্র কুড়ি বছরের মানসিক ভারসাম্যহীন মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে৷ ধর্ষিতার দিনমজুর বাবা মংগলবার দুপুরে কৈলাসহরের মহিলা থানায় এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায় যে, প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান৷
মাও অন্যের বাড়িতে কাজে চলে যাওয়ায় কুড়ি বছরের মানসিক ভারসাম্যহীন মেয়েটি নিজ বাড়িতে একাই ছিল৷ সোমবার বিকেল তিনটা নাগাদ কৈলাসহরের অনিলা চা বাগানের আতকা পাড়া এলাকার টমটম চালক রাজু দাস মা বাবা না থাকার সযোগকে কাজে লাগিয়ে বাড়িতে গিয়ে পানীয়জল চাইলে মেয়েটি গ্লাসে করে জল দেবার পর রাজু জলের গ্লাস ফেলে দিয়ে মেয়েকে ঝাপটে ধরে মেয়ের শ্লীলতাহানি করে৷ সন্ধ্যায় মেয়ের মা বাড়িতে আসার পর মেয়ে পুরো ঘটনা মাকে জানায়৷
রাতে মেয়ের বাবা বাড়িতে আসার পর এই ঘটনা শোনে দিনমজুর বাবা ক্ষোভে ফেটে পড়েন৷ মহিলা থানায় জানানোর পর মহিলা থানার পুলিশ আসবে বলেও আসেনি বলে অভিযোগ৷ পরিবারের তরফে মহিলা থানায় দুবার ফোন করে জানানোর পরও মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে যায় নি৷ পুলিশ না যাওয়াতে মংগলবার সকাল এগারোটায় কুড়ি বছরের মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে নিরুপায় অসহায় দিনমজুর বাবা কৈলাসহরের মহিলা থানায় আসেন৷ রাজু দাসের বিরুদ্ধে মহিলা থানায় লিখিত মামলাও করেন৷ টমটম চালক রাজু দাসকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তিরও দাবী করছেন এলাকাবাসী৷