কাঞ্চনপুর , ১৫ মার্চ (হি. স.)৷৷ এনএলএফটি শীর্ষ নেতৃত্ব ধৃত পরিমল দেববর্মাকে আজ ত্রিপুরা পুলিশ মিজোরাম থেকে ফিরিয়ে এনেছে৷ আজ তাকে কাঞ্চনপুর এসডিজেএম আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ৷ আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ তাকে, মিজোরামের রাজধানী আইজলের গোপন ডেরা থেকে পুলিশ গ্রেফতার করেছিল৷
ইতিপূর্বে ত্রিপুরার ডিজিপি বলেছিলেন, স্পেশাল ব্রাঞ্চের খবর অনুযায়ী পরিমল দেববর্মা আইজলে রয়েছে এমনটা আমরা জানতে পেরেছিলাম৷ তাই, মিজোরাম পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলে তাকে গ্রেফতার করার অনুরোধ জানিয়েছিলাম৷ তিনি বলেন, মিজোরাম পুলিশ তাকে আইজল থেকে গ্রেফতার করেছে৷
আজ সোমবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, পরিমল দেববর্মাকে ভোর রাত ২-টা নাগাদ আইজল থেকে নিয়ে কাঞ্চনপুর পৌঁছেছে ত্রিপুরা পুলিশের বিশেষ দল৷ তাকে আজই কাঞ্চনপুর এসডিজেএম আদালতে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়েছে এবং আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে৷
প্রসঙ্গত, এনএলএফটি সহযোগী কান্তি মারাককে ঠিকেদারকে চাঁদার নোটিশ দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাকে, জিজ্ঞাসাবাদ করেই পরিমল দেববর্মার সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷ তার গ্রেফতারের ঘটনায় উগ্রপন্থী গতিবিধি অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব৷