মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ছে মৃত্যুর হারও

মুম্বই,  ১৫ মার্চ (হি. স.) :  মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একাধিক জেলায় লকডাউন জারি করলেও কিছুতেই বাগে আসছে না করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় ঠাকরের রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২০ জন। চলতি বছরে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫০ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৮৬১-তে পৌঁছল। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৩১। সংক্রমণের সন্দেহে আপাতত হোম কোয়ারান্টিনে  রয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ৭১৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে   রয়েছেন ৫ হাজার ৪৯৩ জন। জেলা ভিত্তিক সংক্রমণের খতিয়ানে গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরী মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৭৬ জন। নাসিকে আক্রান্ত হয়েছেন ২৭৭৬ জন ও পুণেতে ৩৬০৯ জন। আজ থেকে আগামী এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে নাগপুরে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৬০ জন। ইতিমধ্যেই মাস্ক না পরার জন্য জরিমানাও ধার্য করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *