নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ মৌমাছির আক্রমণে গুরুতর আহত দুূইজন৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারটা নাগাদ সাব্রুমের ছোটখিল লীলাগড় চা বাগানে৷
আহত ব্যক্তির নাম দীনেশ ত্রিপুরা ও কেশব রাই৷ ঘটনার বিবরণে জানা যায়, ছোটখিল লীলাগড় চা বাগানে একটি নির্মিত টাওয়ারে বেশ কয়েকমাস ধরেই প্রচুর সংখ্যক মৌমাছি বাসা তৈরি হয়েছে৷ এতো সংখ্যক মৌমাছি বাসা তৈরী হয়েছে, যেখানে টাওয়ারের কাছে যেতে অনেকেই ভয় পায়৷ কি কারণে ওই দুই ব্যক্তি মৌমাছির বাসার সামনে গিয়েছিল তা জানা যায়নি৷ তবে মৌমাছির বাসার সামনে যাওয়া মাত্র দুই ব্যক্তিকেই প্রচুর সংখ্যক মৌমাছি একসাথে আক্রমণ করে৷
মৌমাছির আক্রমণে দুই ব্যক্তিই প্রচণ্ড চিৎকার করতে থাকে৷ তাদের চিৎকারে চা বাগানের লোকেরা ছুটে এসে আগুনের ধোঁয়া ছড়িয়ে দিয়ে কোন রকমে রক্ষা করেন৷ পরবর্তী সময়ে দমকল কর্মীরা এসে আহত দু’জনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান৷