আউটসোর্সিংয়ে চাকুরীর সিদ্ধান্তের প্রতিবাদে বিলোনিয়াতে বামপন্থী যুব সংগঠনগুলির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ মার্চ৷৷ বিজেপি- আইপিএফটি জোট সরকারের জন বিরোধী বেকার স্বার্থথবিরোধী কালো সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরব হলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফ৷ রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে বিলোনিয়াতেও প্রতিবাদ জানিয়ে হয় মিছিল ও সভা৷ মিছিল ও সভায় ব্যাপক সংখ্যক যুবকদের অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে৷


উল্লেখ্য রাজ্য সরকার সরকারি চাকরির দরজা বন্ধ করে গ্রুপ ডি থেকে অফিসার নিয়োগের দায়িত্ব বেসরকারি এজেন্সির হাতে তুলে দিয়েছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করে রাস্তায় নামলো বামপন্থী যুব সংগঠন৷ আউটসোর্সিং প্রথা বন্ধ করে অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ করার দাবিতে স্লোগান তুলে গর্জে উঠলো বিলোনিয়ার বাম নেতাকর্মী থেকে শুরু করে বামপন্থী যুব সংগঠনের নেতাকর্মীরা৷


রবিবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয় থেকে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিয়োগ নীতির তীব্র বিরোধিতা করে শুরু হয় প্রতিবাদ মিছিল৷ মিছিলে নেতৃত্ব দেন বামপন্থী যুব সংগঠনের মহাকুমা সম্পাদক মধুসূদন দত্ত, বিলোনিয়া শহরাঞ্চল কমিটির সম্পাদক গৌতম সেন, ছাত্র নেতা সুকান্ত মজুমদার, টি ওয়াইএফ নেতা সুবীর ত্রিপুরা, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর ১ নং টিলার মোড়ের সামনে দাঁড়িয়ে কিছু ক্ষন প্রতিবাদ দেখানোর পর হয় সভা৷


বেকারদের কর্মসংস্থানের দাবি তুলে, বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করে, আউটসোর্সিং প্রথার বিরুদ্ধে সরব হয়ে লড়াই আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন সভার বক্তা যুব সংগঠনের মহাকুমা সম্পাদক মধুসূদন দত্ত৷এ বিষয়ে সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে যুবসংঘঠন আরও বৃহত্তর আন্দোলনে শমিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷বেকার স্বার্থবিরোধী কাল সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করেন এতে রাজ্য সরকারের প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে৷শুধু দুনিয়াতেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে বাম সংগঠনগুলি এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *