নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ মার্চ৷৷ অগ্ণিদগ্দ হয়ে এক মহিলা অর্ধাংশ পুড়ে যায় ঘটনা মধুপুর থানার অন্তর্গত পুরাতল এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল দশটা নাগাদ রান্না করতে গিয়ে লাকড়ির চুলা থেকে হঠাৎ পেছনে শাড়ির মধ্যে আগুন লেগে যায়৷ তার চিৎকার চেঁচামেচি শুনে বাড়িঘরের লোকজন তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসার পর জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ এদিকে জানা যায় মহিলার নাম রিঙ্কু রায় বয়স(৩২)শরীরে ৫০ পুড়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷