ওয়াশিংটন, ১৩ মার্চ (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক মৃত্যু বেড়েই চলেছে আমেরিকায়, সংক্রমণে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৫০৫ জনের। পাশাপাশি বাড়তে বাড়তে আমেরিকায় ২৯,৯৯৩,৪২৩-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৫৪৪ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৮৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,৫০৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ২৯,৯৯৩,৪২৩-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,০৩১,২২০ জন।
2021-03-13