নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ মার্চ৷৷ বিশালগড় থানাধীন মধ্য লক্ষ্মীবিল এলাকায় এক নাবালিকার বিয়ে রুখতে গিয়ে বাধার মুখে পড়েন চাইল্ড লাইনের প্রতিনিধিরা৷ ১৪ বছরের নাবালিকার বিয়ে হবার দিনক্ষন ঠিক করা হয়েছিলো৷
কিন্তু চাইল্ড লাইনের প্রতিনিধিরা খবর পেয়ে এলাকায় ওই নাবালিকার বাড়িতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়৷ নাবালিকাকে উদ্ধার করে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসে পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা৷ পরিবারের লোকজন ও এলাকাবাসীরা প্রথমে চাইল্ড লাইনের কর্মীদের বাধা দেয় পরবর্তী সময়ে বিশাল পুলিশবাহিনী এবং টিএসআর জওয়ানরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে৷বর্তমানে নাবালিকা মেয়েটিকে চাইল্ড লাইনের হোমে রাখা হয়েছে৷