নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মায়ের টিকার নেওয়ার খবর সর্বাগ্রে জানিয়েছেন তাঁর ছেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “আমার মা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন, আপনাদের জানাতে পেরে ভীষণ আনন্দিত। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা আপনাদের আশেপাশে থাকলে সকলকে টিকা নেওয়ার জন্য সাহায্য ও অনুপ্রেরণা দিন।”
৯৫ বছরের বেশি বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন। গান্ধীনগর শহরের কাছে রায়সান গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা। প্রধানমন্ত্রীর মা কোথায় ভ্যাকসিন নিয়েছেন, জানা যায়নি।