কলকাতা, ১১ মার্চ (হি.স.): সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ কলকাতার কমান্ড হাসপাতালে করোনাভাইরাসের প্রথম দফার ডোজ নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকর। টিকা নেওয়ার পর টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, “খুব ভালো লাগছে।” পাশাপাশি চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল।
এদিন বেলার দিকে কমান্ড হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকর এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকর। বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাজ্যপাল ও তাঁর স্ত্রী করোনা-টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন। পরে টিকা নেওয়ার ভিডিও টুইটারে আপলোড করে রাজ্যপাল জানিয়েছেন, “খুব ভালো লাগছে।” রাজ্যপাল কমান্ড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী-সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।”