শিশু ও ফুলের মাঝে থেকে আনন্দ উপভোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ মার্চ (হি. স.)৷৷ শিশু-দের মন ফুলের মতো৷ তাই, আজ দিনভর শিশু ও ফুলের মাঝে নিজেকে আবদ্ধ রেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ শিশু-রা সবসময়-ই মন-মেজাজ ফুরফুরে করে রাখে৷ সেই আনন্দই উপভোগ করলেন ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ আগরতলায় এবং ধলাই জেলায় সালেমা শিশু-দের সাথে অনেকটা সময় কাটিয়েছেন তিনি৷ তাদের খোঁজ নিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর মতে শিশুদের নিষ্পাপ হাসি মানসিকভাবে উদ্বুদ্ধ করে৷ আজ তিনি আমবাসা-র বিধায়ক পরিমল দেববর্মা-র ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েও এক শিশু-র সাথে সুন্দর সময় কাটিয়েছেন৷ শুধু তাই নয়, পরিমল দেববর্মা-র ফুলের বাগান দেখে উৎফুল্ল হন মুখ্যমন্ত্রী৷


আজ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, শিশুদের সাথে কথা বললে অন্তরে তৃপ্তি অনুভব হয়৷ আগরতলার রাস্তায় আজ কয়েকজন সুকল পড়ুয়ার সঙ্গে দেখা হয়েছে৷ তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি৷ তিনি বলেন, শিশুদের নিষ্পাপ হাসি মানসিক ভাবে উদ্বুদ্ধ করে৷ তারাই রাজ্য ও দেশের ভবিষ্যৎ৷ আমি তাদের সাফল্য কামনা করি৷


এদিনই তিনি আমবাসা-র বিধায়ক পরিমল দেববর্মা-র ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন৷ সেখানে যাওয়ার পথে সুকল পড়ুয়া ছাত্রছাত্রী-রা তাঁকে কাছে ভীষণ আনন্দিত হন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, সালেমা উচ্চ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখে আমি অত্যন্ত অভিভূত৷ ছোটদের এই ভালবাসা আগামী দিনে রাজ্যের বিকাশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় শক্তি যোগাবে৷


আজ মুখ্যমন্ত্রী বিধায়ক পরিমল দেববর্মা-র বাড়িতে গিয়ে তাঁর সাজানো ফুলের বাগান ঘুরে দেখেছেন এবং অত্যন্ত উৎফুল্ল হয়েছেন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বিধায়ক পরিমল দেববর্মার বাড়িতে ফুলের বাগিচা ঘুরে দেখেছি৷ তিনিও আমার মতো একজন প্রকৃতিপ্রেমী৷ ফুল বাগিচার মাধ্যমে বাড়িকে সুন্দর করে তুলেছেন৷ ত্রিপুরাবাসীর কাছে আবেদন, আপনারাও বাড়িকে প্রাকৃতিক শোভায় সুন্দর করে তুলুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *