নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর প্রতিবাদে আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ বুধবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন এর পক্ষ থেকে আগরতলাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগামী ১৫ এবং ১৭ মার্চ ব্যাংক ধর্মঘটের সমর্থন জানানো হয়৷
সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন কেন্দ্রীয় ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বাজেট প্রস্তাব এ বিষয়ে উল্লেখ করেছেন৷কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে৷
ধর্মঘটের ফলে সাধারণ গ্রাহকরা যে সমস্যার সম্মুখীন হবেন তার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি ব্যাঙ্ক ধর্মঘট সফল করার জন্য তারা সকল স্তরের জনগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন বেসরকারিকরণ করা হলে শুধুমাত্র ব্যাংক কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন না সাধারন মানুষও এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷ দেশ ও দেশবাসীর স্বার্থে ব্যাঙ্ক ধর্মঘট সফল করার জন্য তারা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷