মহাশিবরাত্রির শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, হরিদ্বারে ভক্তদের পুণ্যস্নান

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা। এই উৎসব সমগ্র মানবতার জন্য কল্যাণকারী হোক।” মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, “মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা। হর হর মহাদেব!” 

মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে আনন্দের আবহ। বৃহস্পতিবার সকালে হরিদ্বারে গঙ্গায় পুণ্যস্নান করেন লক্ষ লক্ষ ভক্তরা। জম্মু-কাশ্মীরে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য আমি প্রার্থনা করেছি ভক্তরা। এদিন সকালেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভগবান শিবের পূজার্চনা করেন ভক্তরা।

জম্মু-কাশ্মীর : 

মহাশিবরাত্রি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালেই শ্রীনগরের শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরের পূজার্চনা ও যজ্ঞ করেন ভক্তরা। একজন ভক্ত জানিয়েছেন, “শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য আমি প্রার্থনা করেছি।”

উত্তরাখণ্ড: 

মহাশিবরাত্রি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে হরিদ্বারে গঙ্গায় পুণ্যস্নান করেন লক্ষ লক্ষ ভক্তরা। হরিদ্বারের হর কি পৌরি ঘাটে প্রচুর ভিড় ছিল ভক্তদের।  

মধ্যপ্রদেশ : 

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভগবান শিবের পূজার্চনা করেন ভক্তরা। সকালেই ভগবান শিবের অভিষেক করা হয়।

উত্তর প্রদেশ :

মহাশিবরাত্রি উপলক্ষ্যে উত্তর প্রদেশের গোরক্ষপুরের ঝাড়খণ্ডি মহাদেব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে ঝাড়খণ্ডি মহাদেব মন্দিরে ভগবান শিবের পূজার্চনা করা হয়।