নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আরও দু’জন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। একইসঙ্গে অসম বিধানসভা নির্বাচনের জন্য বুধবার ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের খড়গপুর সদর বিধানসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরন্ময় চট্টোপাধ্যায়। বড়জোড়া আসনের বিজেপি প্রার্থী করা হয়েছে সুপ্রীতি চট্টোপাধ্যায়কে।
অন্যদিকে, অসম বিধানসভা নির্বাচনের জন্য এদিন ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। অসমের হাইলাকান্দি বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে মিলন দাসকে, সিপাঝার আসনের প্রার্থী পরমানন্দ রাজবংশী এবং হোজাই আসনের বিজেপি প্রার্থী হলেন রামকৃষ্ণ ঘোষ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, বঙ্গে ৮ দফায় হবে ভোট। অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।