নয়াদিল্লি , ৭ মার্চ (হি. স.) : করোনা বিধি মেনে বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হতে চলেছে সোমবার অর্থাৎ ৮ই মার্চ থেকে।
এক সাক্ষাতকারে লোকসভার স্পীকার ওম বিড়লা জানান, রাজ্য সভার অধিবেশন চলবে সকাল ৯টা থেকে বেলা দুটো পর্যন্ত, অন্যদিকে, লোকসভার অধিবেশন বসবে বেলা ৪টে থেকে ১০টা পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শেষ হবে আটই এপ্রিল। জানুয়ারির ২৯ তারিখ শুরু হয়েছিল বাজেট অধিবেশনের প্রথম দফা। শেষ হয় ফেব্রুয়ারি ২৯ তারিখ। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেন। প্রথম দফায় সাংসদদের উপস্থিতি ছিল ৯৯.৯ শতাংশ। লোকসভা সচিবালয় সূত্রে খবর বাজেট অধিবেশন ২০২১-এ লোকসভার কাজের সময় মোট ৫০ ঘন্টার মধ্যে ৪৯ ঘন্টা ১৭ মিনিট। অধিবেশনে অংশ নিয়েছিলেন ৪৯ জন মহিলা সাংসদ।