আগরতলা, ৫ মার্চ (হি. স.) : সামান্য বাকবিতন্ডা-কে ঘিরে এক যুবক খুন হয়েছেন। রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম থানাধীন শানমুড়া এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বিধান দাস। স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে আগরতলা পশ্চিম থানাধীন শানমুড়া এলাকায় এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করেন তারই এক প্রতিবেশী। এলাকাবাসী-র বক্তব্য, বিমল দাস ও টোটন দাস মিলে বিধান দাস-কে রক্তাক্ত করেছেন। গামছার মধ্যে টাইলসের টুকরো বেঁধে তার মাথায় আঘাত করা হয়েছে। তাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিধান দাস। স্থানীয় জনগণ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্ত তার অবস্থা আশংকাজনক দেখে চিকিত্সক-রা তাকে সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। জিবি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার হওয়ার আগেই রাত সাড়ে তিনটে নাগাদ তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ওই ঘটনায় মৃতের পরিবারের তরফে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত টোটন দাস এবং বিমল দাসকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই অভিযুক্তের বাড়িতে হানা দেওয়া হয়েছিল। কিন্ত, তারা বাড়ি থেকে পলাতক। তবে, তাদের খোজে তল্লাশি চলছে।