ডুকলি থেকে তিন যুবতী রহস্যজনক ভাবে নিখোঁজ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পশ্চিম ডুকলির ঋষিপাড়া থেকে তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পশ্চিম ডুকলি ঋষিপাড়াএলাকা থেকে তিন যুবতী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়৷


নিখোঁজ হওয়ার ৬দিন পর তাদের কোনো হদিস মেলেনি৷এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ অরুন্ধতী নগর থানার পুলিশ এ ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করা শেষ পর্যন্ত পরিবারের লোকজন আগরতলা পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন৷ঘটনার বিবরণে জানা যায় গত ২৬ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে তিনটি মেয়ে ব্যাংকে যাওয়ার নাম করে বের হয়৷কিন্তু তারপর আর বাড়িতে ফিরে যায়নি৷


তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই মনে করছেন৷নিখোঁজ হওয়ার ৬ দিন পর ও যুবতীরাবাড়ি ফিরে না আসায় এবং পুলিশ তাদের কোনো সন্ধান খুঁজে বের করতে না পারায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দ্বারস্থ হন৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কোন পর্যন্ত নিখোঁজ ৩ যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *