শেষ টেস্টেও স্পিনারদের দাপট, প্রথম ইনিংসে ২০৫ রানে অল-আউট ইংল্যান্ড

আমদাবাদ, ৪ মার্চ (হি.স.) :  ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলতি টেস্ট সিরিজেও স্পিনারদের দাপট অব্যাহত । ভারতীয় বোলারদের দাপটে শেষ তথা চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে গেল ইংরেজরা। ভারতের হয়ে বল হাতে নায়ক সেই অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিন জুটি। বেন স্টকস একমাত্র অর্ধ শতরান করতে সক্ষম হন। ১২১ বলে ৫৫ রান করেন তিনি। অন্যদিকে ৪ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাত ছাড়া হয়  লরেন্স-এর । ৭৪ বলে তাঁর রান ৪৬।  ভারতের হয়ে ৪ টি উইকেট দখল করেন অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩টি উইকেট ।  

আমদাবাদের শেষ টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় ইংল্যান্ডকে। টস জিতে ইংল্যান্ড দলনায়ক জো রুট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই দলেই দু-একটা পরিবরতনের সাথে ম্যাচ শুরু হয়। ভারতীয় দলে বুমরাহ না থাকায় এই ম্যাচে ইশান্তের সঙ্গে সুযোগ পান মহম্মদ সিরাজ। দুই পেসার শুরুটা ভাল করলেও উইকেট পড়েনি। ফলে ষষ্ঠ ওভারে সেই অক্ষর পটেলের হাতে বল তুলে দেন বিরাট। আর নিজের দ্বিতীয় বলেই ডমিনিক সিবলিকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অক্ষর। পরের ওভারেই অপর ওপেনার জ্যাক ক্রলিকেও আউট করেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং নির্ভর করছিল অধিনায়ক জো রুটের উপর। কিন্তু তাদের সবথেকে বড় ধাক্কাটা দিলেন সিরাজ। তাঁর বলেই এলবিডব্লিউ হয়ে মাত্র ৫ রানে ফিরলেন রুট।

মোতেরায় এদিন ৩ উইকেট পড়ে যাওয়ার পরে অবশ্য একটা পার্টনারশিপ গড়েন জনি বেয়ারস্ট ও বেন স্টোকস। লাঞ্চের আগে পর্যন্ত আর উইকেট পড়েনি। কিন্তু লাঞ্চের পরেই ফের ব্রেক থ্রু আনেন সিরাজ। বেয়ারস্টকে ২৮ রানের মাথায় আউট করেন তিনি। তারপরে অলি পোপের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। এদিন অনেক সাবলীল লাগছিল স্টোকসকে। হাফসেঞ্চুরিও করেন তিনি। কিন্তু ৫৫ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলের লাইন মিস করে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান স্টোকস।

টপ অর্ডার ব্যর্থ হলেও ইংল্যান্ডের মিডল অর্ডার এদিন ভাল খেলল। অলি পোপ ধীরে খেললেও এই ম্যাচে দলে ফেরা ড্যানিয়েল লরেন্স বেশ দ্রুত খেলছিলেন। শুরুতেই কয়েকটি চার মারেন তিনি। চায়ের বিরতির পরে পোপকে ২৯ ও ফোকসকে ১ রানের মাথায় অশ্বিন ফেরালেও খেলছিলেন লরেন্স। দেখে মনে হচ্ছিল তিনিও হাফসেঞ্চুরি করবেন। কিন্তু ৪৬ রানের মাথায় ক্রিজ থেকে বেরিয়ে বড় শট খেলতে গেলে অক্ষরের বলে স্টাম্প আউট হন তিনি।

বাকিরা বেশি রান করতে পারেনি। শেষ পর্যন্ত অশ্বিনের বলে জ্যাক লিচ আউট হতেই ২০৫ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অক্ষর ৪, অশ্বিন ৩, সিরাজ ২ ও সুন্দর ১টি উইকেট নেন। তবে ইশান্ত শর্মা উইকেটহীন থেকে যান।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া। হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে। আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।

ইংল্যান্ডের প্রথম একাদশ : জ্যাক ক্রাউলি, ডমিনিক সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (ক্যাপ্টেন), বেন স্টোকস, ওলি পোপ, ড্যান লরেন্স, বেন ফোকস (উইকেটকিপার), ডমিনিক বেস, জ্যাক লিচ ও জেসম অ্যান্ডারসন।

 ভারতের প্রথম একাদশ : হিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।