ধোনির একাসনে কোহলি

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : সবথেকে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একাসনে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি । মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে টস করতে নামা মাত্রই মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ক্যাপ্টেন্সি রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি।

ধোনি মোট ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ক্যাপ্টেন হিসেবে কোহলির এটি ৬০তম ম্যাচ। যদিও ক্যাপ্টেন হিসেবে ভারতকে সবথেকে বেশি টেস্টে জয় এনে দেওয়ার নিরিখে কোহলি আগেই টপকে গিয়েছেন মাহিকে।

আমদাবাদের গত টেস্টেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড ধোনির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কোহলি। মাহি ঘরের মাঠে ২১টি টেস্ট জয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। মোতেরার ডে-নাইট টেস্টে ভারতের জয়ের পর কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দেশের মাটিতে মোট ২২টি টেস্টে জয় তুলে নেয়।

ঘরে-বাইরে সার্বিকভাবে কোহলির নেতৃত্বে এর আগে ভারত ৫৯টি টেস্টের মধ্যে সর্বাধিক ৩৫টি ম্যাচে জিতেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। মাহির নেতৃত্বে ৬০টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৭টি ম্যাচে। সুতরাং, সবদিক দিয়েই পরিসংখ্যানের নিরিখে ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেনে পরিণত হলেন বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *