নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ গুণগত শিক্ষা অর্জন করে সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে৷ তাহলেই তাদের শিক্ষা সার্থকতা পাবে৷ রাজ্য, দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের ছাত্রছাত্রীদের উপর৷
আজ উমাকান্ত একাডেমি আয়োজিত কৃতি সম্বর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর উমাকান্ত একাডেমিতে এসেছিলেন৷ এটাই এই বিদ্যালয়ের সার্থকতা৷ রাজ্যে শিক্ষার গুণগতমান উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃতে নতুন সরকার ৩৯টি নতুন সংক্কার এনেছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে প্রকৃত মানুষ হিসাবে গডে তোলার উদ্যোগ নিয়েছে সরকার৷ তিনি ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের আদর্শে প্রকৃত মানুষ হিসাবে সমাজ কল্যাণে এগিয়ে আসার আহান জানান৷ অনুষ্ঠানে বিধায়ক ডা. অতুল দেববর্মা বলেন, জ্ঞান অর্জনের জন্য সংযমী হওয়া প্রয়োজন৷ তিনি বলেন, যারা সংযমী তারাই আজ কৃতি৷ ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সফলতা পেয়ে সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারলে তবেই জীবনের সার্থকতা আসবে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক গৌতম মজুমদার, সভাপতিত্ব করেন উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজেশ দেববর্ষা৷ অনুষ্ঠানে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ড করা ৬ জন ছাত্রকে কৃতি সম্বর্ধনা ও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ১৬ জন ছাত্র কে মেধাবৃত্তি প্রদান করা হয় এবং সহচরী দেবী, তুহিন স্মৃতি, অজয় স্মৃতি সম্মাননা প্রদান করা হয়৷

