নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি৷৷ তেলিয়ামুড়া মাই গঙ্গা সাব সেন্টারের পাশে ফাঁসিত আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ তার নাম অরুণ দাস৷ শুক্রবার দুপুর নাগাদ এই আত্মহত্যার ঘটনা ঘটে৷ পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার গ্রামে টাকার কাজ থাকায় তার স্ত্রীর সবিতা দাস লেখার কাজ করতে যান৷ বাড়িতে অরুন দাস একা ছিলেন৷ নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি৷পরবর্তী সময়ে বাড়ির লোকজন বাড়িতে ফিরে এসে জ্বলন্ত মৃতদেহ দেখতে পান৷
ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন তার তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃত অরুন দাসএকজন মৎস্য বিক্রেতা ছিলেন৷ মাই গঙ্গা বাজারে তার মাছের দোকান রয়েছে৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷তেলিয়ামুড়া থানার পুলিশ অস্বাভাবিকত্ব জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মৎস্য ব্যবসায়ী অরুন দাস৷

