নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার বিজেপি রাজ্য সদর কার্যালয়ে এস সি প্রতিনিধিদের দিয়ে সর্বভারতীয় সভাপতি সম্পর্ক বৈঠক করেন৷ বৈঠকে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন৷ তিনদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় সোশ্যাল জাস্টিস এন্ডএম্পাওয়ার্মেন্ট মিনিস্টার তথা এসি মোর্চার সর্বভারতীয় সভাপতি৷ রাজ্য সফরকালে তিনি শুক্রবার সকালে বিজেপি সদর কার্যালয়ে সংগঠনের রাজ্য নেতৃত্তের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷
বৈঠকে রাজ্যে এসসি সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন৷ রাজ্যে সাংগঠনিক শক্তি কে আরো সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন৷তিনি বলেন সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই রাজ্যে নিজেদের বলিষ্ঠ পদক্ষেপ এর প্রমাণ দিতে হবে৷রাজ্য সফরকালে সর্বভারতীয় সভাপতির সাংগঠনিক শক্তি কে একটি মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন৷