নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা নিয়ে অভিযোগ এর পর অভিযোগ আসতে শুরু করেছে৷ মুমূর্ষু রোগী কিংবা হাত-পা ভাঙ্গা কোন রোগীকে আউটডোরে নিয়ে যেতে হুইলচেয়ার পর্যন্ত পাচ্ছেন না রোগীর পরিবারের লোকজন৷জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওঠানামা করানোর জন্য হুইল চেয়ার ও ট্রলির ব্যবস্থা থাকলেও বহির্বিভাগে রোগী নিয়ে আসা দের জন্য হুইল চেয়ার প্রায়ই পাওয়া যায় না৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷শুক্রবার তেলিয়ামুড়া থেকে এক রোগীকে জিবি হাসপাতালের আউটডোর দেখানোর জন্য নিয়ে আসা হয়৷ তার পা ভাঙ্গা৷
হুইল চেয়ার ছাড়া তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ রোগীর পরিবারের লোকজন গাড়ি থেকে রোগীকে নামিয়ে টানা তিনঘন্টা অপেক্ষা করতে থাকেন৷ কিন্তু একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা যায়নি৷ যেখানে হুইল চেয়ারের জন্য গেছেন সেখানে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ জিবি হাসপাতাল এ মানুষ বহু প্রত্যাশা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আসেন৷ কিন্তু একাংশের চিকিৎসা কর্মীর বদান্যতায় রোগীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন৷ অভিযোগ একাংশের চিকিৎসা কর্মীকে টুপাইস গুঁজে দিলেই হুইলচয়ার ট্রলি সবকিছুই হাতের নাগালের কাছে পাওয়া যায়৷হাসপাতালে চিকিৎসার পরিসেবা সুযোগ নিতে আসা রোগীদের সঙ্গে একাংশের স্বাস্থ্যকর্মীদের এক ধরনের আচরণের ঘটনায় ক্ষোভ ক্রমশ বাড়ছে৷

