নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ঊষাবাজারের নিগোসিয়েশন চক্রের কুখ্যাত মাফিয়া রাজু বর্মনকে শেষ পর্যন্ত জালে তুলতে সক্ষম হল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা৷ গোপন খবরের ভিত্তিতে রীতিমতো অ্যাম্বুসে বসে বৃহস্পতিবার সকালে কুখ্যাত এই নিগো মাফিয়াকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ৷ তাকে এদিনই ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হলে বিচারক ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে খবর৷
ধৃত এই নিগো মাফিয়া পিস্তল উচিয়ে বহির্রাজ্যের ঠিকেদারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল বলে অভিযোগ৷ বহির্রাজ্যের ঐ ঠিকেদার এমবিবি আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণকাজের সঙ্গে যুক্ত৷ দাবি মোতাবেক টাকা না পেলে বহির্রাজ্যের সেই ঠিকেদারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বহির্রাজ্যের সেই ঠিকেদার এয়ারপোর্ট থানায় নির্দিষ্ট মামলাও (নং-৫/২০২১) দাখিল করেছিলেন৷ পুলিশ আইপিসি’র ৩৮৬, ৩৮৭, ৫০৬, ৩৪১ ও অস্ত্র আইনের ২৭ ধারায় মামলা নথিভুক্ত করে এবং পরবর্তী সময়ে মামলার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তরিত হয়৷ এরপর গ্রেপ্তার হয় এই নিগো মাফিয়া চক্রের সুকান্ত দেবনাথ ওরফে পাপ্পু৷
সে বর্তমানে জেল-হেফাজতে রয়েছে৷ তবে এই মাফিয়াচক্রের মূল পান্ডা তথা কুখ্যাত রাজু বর্মন এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল৷ শেষ পর্যন্ত ডিএসপি অজয় কুমার দাসের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে রাজধানীর ভগৎ সিং ছাত্র নিবাস সংলগ্ণ এলাকা থেকে ক্রাইম ব্রাঞ্চ নিগো মাফিয়া রাজু বর্মনকে আটক করে৷ এখন দেখার, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তার ব্যবহারের অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তে কতটা সাফল্য পায়৷

