নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): শান্তি ও উন্নয়নের নয়া উচ্চতায় পৌঁছতে প্রস্তুত জম্মু ও কাশ্মীর। গুলমার্গে শুরু হওয়া “খেলো ইন্ডিয়া উইন্টার গেমস” এটাই জানান দিচ্ছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গে “খেলো ইন্ডিয়া উইন্টার গেমস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে গুলমার্গে “খেলো ইন্ডিয়া উইন্টার গেমস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “খেলো ইন্ডিয়া উইন্টার গেমস-এর দ্বিতীয় সংস্করণ আজ থেকে শুরু হচ্ছে। গুলমার্গে শুরু হওয়া এই উইন্টার গেমস জানান দিচ্ছে, শান্তি ও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছতে প্রস্তুত জম্মু ও কাশ্মীর। এই শীতকালীন ক্রীড়া জম্মু ও কাশ্মীরে নতুন ক্রীড়া ইকোসিস্টেমের বিকাশে সহায়তা করবে।” প্রধানমন্ত্রী বলেন, “স্পোর্টস শুধুমাত্র শখ অথবা টাইমপাস নয়। স্পোর্টস থেকে আমরা টিম স্পিরিট শিখতে পারি, পরাজয়ে নতুন পথের সন্ধান করি, জয়ের পুনরাবৃত্তি শিখি এবং সঙ্কল্পবদ্ধ হই। এখন ক্রীড়া এমন স্তরে পৌঁছে গিয়েছে, যা সমগ্র বিশ্বে ভারতের প্রতিচ্ছবি, দেশের শক্তির পরিচয় করাচ্ছে।”
প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমরা ভারতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় খুলছি। কীভাবে ক্রীড়া বিজ্ঞান এবং ম্যানেজমেন্টকে স্কুল পর্যায়ে নিয়ে যেতে পারি তা ভাবতে হবে আমাদের। এর ফলে আমাদের যুবকরা আরও বেশি সুযোগ পাবে এবং স্পোর্টস অর্থনীতিতে ভারতের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।” নতুন জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন জাতীয় শিক্ষানীতিতে ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগে খেলা শুধুমাত্র অতিরিক্ত পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ হিসেবে বিবেচিত হত, এখন খেলাধুলা পাঠ্যক্রমের একটি অংশ হয়ে উঠবে।” প্রধানমন্ত্রীর কথায়, “আপনারা যখন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস-এ নিজেদের প্রতিভা তুলে ধরবেন, তখন মনে রাখবেন আপনারা শুধুমাত্র একটি খেলার অংশ নন, আপনারা আত্মনির্ভর ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসডরও।”
2021-02-26

