সংঘবদ্ধ হামলায় খোয়াইয়ে গুরুতর আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ খোয়াই এ সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম প্রবীর দেব৷ খোয়াই মোটর স্ট্যান্ড এ ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ পূর্ব বিরোধের জেরে এক যুবককে খোয়াই মোটর স্ট্যান্ড এ ডেকে এনে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে৷ আহত যুবকের নাম প্রবীর দেব৷ তার বাড়ি উত্তর দুর্গানগর এলাকায়৷


সঙ্গবদ্ধ হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে৷তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে৷ জানা যায় প্রবৃদ্ধির নামে ওই যুবকের সঙ্গে মরা নদীর পাড় এলাকার সুমন ঘোষ এর ঝগড়া হয়েছিল৷ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছিল৷ মীমাংসা করার নামে তাকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করা হয়৷ বুধবার সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলে শাসকদলের কিছু লোকজন সাংবাদিকদের সেখানে যেতে দেয়নি বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷