বিশালগড়ে বাইক ও মারুতী ভ্যানের সংঘর্ষে আহত ২ ভাই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ ফেব্রুয়ারি৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই৷ ঘটনা বিশালগড় বাইপাস রোডে৷ বাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা৷
জানা যায় টিআর০৮বি৯০৪৩ বাইক চেপে বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল দুই ভাই৷

তারা হল উত্তম সরকার এবং প্রবীর সরকার বিশালগড় বাইপাস সংলগ্ণ এলাকায় এসে টিআর০৭সি০২২৬ মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তায় ছিটকে পড়ে৷ প্রত্যক্ষদর্শিরা আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় দমকল কর্মীদেরকে খবর পাঠায়৷ দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে আহত দুই ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাইক এবং মারুতি গাড়িটি আটক করে একটি মামলা করে৷