BRAKING NEWS

ছত্তিশগড়ে সস্তা জ্বালানি

রাঁচি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : কর কমিয়ে জ্বালানির দাম কমাল ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। দেশজুড়ে পেট্রলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন নাভিশ্বাস তখনই বড়সড় সিদ্ধান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। যার জেরে কংগ্রেস শাসিত রাজ্যটিতে পেট্রলের দাম পাশের রাজ্যগুলির তুলনায় লিটারপ্রতি ১২টাকা পর্যন্ত সস্তা হল। ডিজেলে লিটারপ্রতি দাম কমতে পারে ৪ টাকা পর্যন্ত।  

ভুপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজ্যে পেট্রলের উপর ভ্যাট চাপিয়েছে মাত্র ২৫ শতাংশ। সেই সঙ্গে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে ২ টাকা। একইভাবে ডিজেলের উপরও ছত্তিশগড় সরকার কর চাপিয়েছে ২৫ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুক্ল মাত্র ১ টাকা। যা পার্শ্ববর্তী রাজ্যগুলির তুলনায় কম। এর ফলেই রাজস্থান-মুম্বইয়ের মতো রাজ্যে পেট্রল যেখানে ৯৫-১০০টাকা লিটার বিকোচ্ছে, সেখানে ছত্তিশগড়ে তা বিকোচ্ছে মাত্র ৮৫-৮৮ টাকা লিটারে। একইভাবে ডিজেলের দামও ছত্তিশগড়ে দেশের অন্য প্রান্তের তুলনায় কমবেশি ৪ টাকা করে সস্তা। এই মুহূর্তে দেশে পেট্রলের বেসিক মূল্য ১৯ টাকা ৪৮ পয়সা। এর উপর কেন্দ্র সরকার কর বসায় ৩১টাকা ৯৮ পয়সা। ছত্তিশগড়ের রাজ্য সরকার এর উপর কর বসিয়েছে মাত্র ১৫ টাকা ১১ পয়সা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *