নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ ফেব্রুয়ারি৷৷ কমলাসাগর বিধানসভা কোনাবন পঞ্চায়েতের অন্তর্গত উদিরাম চৌধুরীপাড়া হয়ে নোয়াবারি রাস্তার বেহাল দশা৷ দীর্ঘ কয়েক বছর যাবৎ জনজাতি অংশের জনগণ স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মাতববরদের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ উদিরাম চৌধুরীপাড়া এবং নোয়াবর্াী রাস্তার যে জায়গার মধ্যে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে, জল, কাঁদা একাকার সেই জায়গায় বসে আন্দোলন কর্ে৷
তাদের দাবি দীর্ঘদিন যাবৎ জানানোর পরেও কোন ভূমিকা নেয় নি দপ্তর৷ বর্তমানে সে রাস্তা দিয়ে আসা-যাওয়া দুর্বিসহ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে৷ এই শুখা সময়ই হাঁটু পর্যন্ত জল জমে আছে ৷ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না৷ যার প্রতি ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত মহিলা এবং পুরুষ সেই রাস্তায় বসে আন্দোলনে নামে৷ এদিকে পরবর্তী সময়ে কোনাবন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাত দেববর্মা খবর শুনে ছুটে আসে ঘটনাস্থলে এবং তাদেরকে আশ্বস্ত কর্ে আগামীকার্লে মধ্যেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগাবে৷ পরবর্তী সময়ে জনগণ সেখান থেকে উঠে রাস্তা খালি করে৷

