নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। বৃহস্পতিবার সকালে লাদাখে হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। এদিনই আবার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়। পালঘরে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। লাদাখ অথবা মহারাষ্ট্র, কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লাদাখে ভূমিকম্প :
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.৩৯ মিনিট নাগাদ ৩.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত লাদাখে। ভূমিকম্পের উৎস্থল ছিল কার্গিল থেকে ২৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ৩৬.৬২ অক্ষাংশ এবং ৭৪.৫৬ দ্রাঘিমাংশ।
মহারাষ্ট্রের পালঘরে ভূমিকম্প :
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৫.২৯ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘর জেলায়। ভূমিকম্পের উৎস্থল ছিল পুণে থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭ কিলোমিটার গভীরে। ১৭.৭৬ অক্ষাংশ এবং ৭৩.৬০ দ্রাঘিমাংশ।

