মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : এবার থেকে প্রতিটা হোম সিরিজেই গোলাপি বলের অর্থাৎ দিন-রাতের টেস্ট হবে বলে জানিয়ে দিলেন বিসিসিাআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘একটা-দুটো নয়, এবার থেকে প্রতিটা হোম সিরিজেই দিন-রাতের টেস্ট হবে। সব প্রজম্মকেই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, অর টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে জন্য বড় পরিবর্তন হল গোলাপি বলের টেস্ট। যেটা টেস্ট ক্রিকেটের হারিয়ে যাওয়া গরিমা ফিরিয়ে আনবেই।’
আমেদাবাদের মোতেরায় নবনির্মত সর্দার প্যাটেল স্টেডিয়ামে আগামী ২৪শে ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই সেই টেস্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই বিষয়ে সৌরভ বলেন, ‘আমেদাবাদের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর সবথেকে বড় কথা হল ওখানে অনেকদিন পর ক্রিকেট ফিরছে। আমি এই বিষয়টা নিয়ে বোর্ডের সচিব জয় শাহ-র সঙ্গে কথা বলেছি, ও মোতেরার এই দু’টি টেস্ট নিয়ে ভীষণভাবে উত্তেজিত।’ বছর দেড়েক আগে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত।