কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার রাতেই পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শাহী সফরের মধ্যেই বৃহস্পতিবার পৈলানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। শহরে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে যাবেন সাগরে। সেখানে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে এবারের বঙ্গসফর শুরু করবেন। এরপর যাবেন কাকদ্বীপের ইন্দিরা ময়দান। সেখানেই জনসভা ও রথযাত্রার সূচনা হবে। এরপর অমিতবাবু সোজা চলে যাবেন সুব্রত বিশ্বাসের বাড়িতে। বাংলাদেশ থেকে ভিটেমাটি ছেড়ে কাকদ্বীপে চলে এসেছেন তিনি। ঘর পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এই উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। মধ্যাহ্নভোজের পর রোড-শো, তারপর কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ৫টি রথযাত্রা করার কথা ঘোষণা করেছেন বিজেপি। ৬ ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের সফরে এসে গত বৃহস্পতিবার কোচবিহারে রথযাত্রা সূচনা করে গিয়েছেন অমিত শাহও। আবারও সেই রথযাত্রা কর্মসূচি উপলক্ষ্যেই রাজ্যে আসছেন শাহ। এবার কাকদ্বীপে কলকাতা জোনের রথযাত্রার সূচনা করবেন তিনি

